নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার রাইপুর গ্রামের একটি রাস্তার পাশে বিশাল আকৃতির একটি অলৌকিক ফুল থেকে পচাঁ লাশের দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় বাতাসে পচাঁ লাশের দূর্গন্ধ পায়। পরে ওই পচাঁ গন্ধের উত্পত্তিস্থল গ্রামবাসী অনুসন্ধান কালে রাস্তার পাশের একটি বেড়া সংলগ্ন স্থানে বেগুনি রংগের বিশাল ফুল দেখতে পায়। ফুলের উপর মাছি পড়তে দেখতে পায়। ফুলটির নিচে কোন গাছ পাতা নাই মাটি ভেদকরে সুন্দর ভাবে তা প্রস্ফুটিত হয়েছে। এদিকে ঘটনাটি লোকমুখে এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই ফুলটি একনজর দেখার জন্য হাজার হাজার লোক সমাগত হতে থাকে।
