স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলায় এক অগ্নিকান্ডে ৪টি পরিবার নিঃস্ব হয়েছে। ৯ মে শুক্রবার গভীররাতে উপজেলার কামারের চর ইউনিয়নের শিবোত্তর নয়াবাড়ি গ্রামের সুরুজ আলীর বাড়িতে আগুন ওই অগ্নিকান্ড ঘটে।

জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে রান্নাঘর থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে কিছু বুঝে উঠার আগেই সুরুজ আলীর পুত্র চাঁন মিয়া, অবিজল ও রমজান আলীর ঘরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে এবং সুরুজ আলীর ঘরসহ মোট ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে কমদল বাহিনী দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই পরিবারগুলো সর্বসাকুল্যে প্রায় ৩ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে শনিবার বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষনিক ব্যক্তিগত তহবিল থেকে ৪টি শাড়ি ও একটি লুঙ্গি নগদ অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা ছানোয়ার হোসেন, ইউপি সচিব হযরত আলী, সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
