ads

শনিবার , ১০ মে ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিতে নাট্যকলা বিভাগের যাত্রা শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ১:২৬ অপরাহ্ণ

RU Theater Photoখাদিজা আক্তার ইতু, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে নাট্যকলা বিভাগের পথচলা শুরু হয়েছে। বিভাগটির পথচলা ও রবীন্দ্রনাথ ঠাকুরের ৫৩তম জয়ন্তী উপলক্ষে ক্যাম্পাসে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নানা আয়োজনে দিনটি উদ্যাপন করেন। এর আগে রাবিতে নাট্যকলা ও সঙ্গীত মিলে একক বিভাগ ছিল।

Shamol Bangla Ads

বিভাগীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯ টায় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নাট্যকলা বিভাগের স্বতন্ত্র পথচলার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। এরপর উপাচার্যের উপস্থিতিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এতে আরও অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসন ইলিয়াছ হোসেন ও কলা অনুষদের ডিন খন্দকার ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
এরপর বিকেলে সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানে ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নৃত্যানন্দে তাঁকে স্মরণ করা হয়।
উল্লেখ্য, রাবিতে ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর থেকে নাট্যকলা ও সঙ্গীত বিভাগ যাত্রা শুরু করে। বিভাগটির প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন বাংলা বিভাগের শিক্ষক সফিকুন্নবী সামাদী। এরপর গত ২৬ এপ্রিল থেকে নাট্যকলা ও সঙ্গীতকে দুটি আলাদা বিভাগের রূপ দেয়া হয়। নাট্যকলা বিভাগের সভাপতির দায়িত্ব দেয়া হয় শাহরিয়ার হোসেনকে ও সঙ্গীত বিভাগের সভাপতির দায়িত্ব পায় অসিত রায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!