ads

শনিবার , ১০ মে ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন প্রযুক্তি ব্যবহারে ধান উত্পাদনে সফলতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৪:২৯ অপরাহ্ণ

AMTALI.PICআমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পূর্ব পাতাকাটা ব্লকের কৃষকরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ায়ে নতুন প্রযুক্তির ব্যবহার করে ধান চাষে সফলতা অর্জনের মাধ্যমে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করেছে। হাইব্রীড ধানের বাম্পার ফলন হয়েছে, পূর্ব পাতাকাটা ব্লকে শুধু ধান আর ধান। পাকা ধান দেখে পরান জুড়িয়ে যায়। যে জমিগুলো পূর্বে পতিত ছিল সেগুলোতে এখন প্রচুর পরিমান ধান উত্পাদিত হচ্ছে। পূর্ব পাতাকাটা ব্লকে হাইব্রীড আলোড়ন ধানের মাঠ দিবস বুধবার সকালে অনুষ্ঠিত হয়। ব্লকে ৩৭ জন কৃষক ২১.৭৬ একর জমিতে ব্র্যাকের উদ্যোগে হাইব্রীড ধান চাষ করেন। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব, দেবেন্দ্রনাথ উরাও, সভাপতিত্ব করেন আমতলী উপজেলার চেয়ারম্যান জনাব জি.এম. দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান বাদল খান, উপজেলা কৃষি অফিসার শাহ আলম, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ সেলিম রেজা, কর্মসূচী সংগঠক এস.এম. জেনারুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা জাকিয়া সুলতানা বেবী। এছাড়াও উপস্থিত ছিলেন বøক এবং বøকের বাইরের আমন্ত্রিত কৃষক ও কৃষানীরা। উপজেলা কৃষি অফিসার সরেজমিনে নিজে মাপ দিয়ে শস্য কর্তন করেন। একর প্রতি আলোড়ল ধান হয়েছে ৯২ মন। বøকের কৃষক বশির, দলিল, হারুন, বিবিজান বলেন, ব্র্যাকে এই কর্মসূচী আমদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ দেয়। তারা হাতে কলমে শিক্ষা দেয় এবং নিবিড় তত্ত¡াবধানের মাধ্যমে অল্প জমিতে অধিক ফলন কিভাবে পাওয়া যায় সে বিষয়ে ধারনা দেন। বছরে তিনটা করে ফসল করার জন্য আমাদের উদ্বুদ্ধ করে। ব্র্যাকের পদ্ধতি অনুযায়ী চাষাবাদ করে আমরা বাম্পার ফলন পেয়েছি। কৃষকরা বলেন আমাদের বয়সে এই জমিতে এত পরিমান ধান উৎপাদন করতে পারি নাই। ব্র্যাকের এই নিয়ম মেনে আমরা অত্যন্ত লাভবান হয়েছি।

Shamol Bangla Ads

আমতলী উপজেলার চেয়ারম্যান বলেন, ব্র্যাকের এই কর্মসূচীর মাধ্যমে আমার উপজেলার কৃষকরা খুবই উপকৃত হয়েছে এবং অল্প অধিক ধান ফলাতে সক্ষম হয়েছে। ব্র্র্যাকের এই কর্মসূচীর আমি সাফল্য কামনা করছি। প্রধান অতিথির বক্তৃতায় সহকারী কমিশনার দেবেন্দ্রনাথ উরাও বলেন, দেশের খাদ্যের ঘাটতি মেটাতে ব্র্যাকের এই কর্মসূচী প্রশংসার দাবিদার। আমতলী উপজেলাতে এবার বোরো-রবি মৌসুমে হাইব্রীড আলোড়ন ধান ১৫৭.৪০ একর, হাইসান-৩৩, সূর্যমুখী ৩১৯.৩৮ একর, ভুট্টা-৪০.২৮ একর এবং ২৫.০৫ একর জমিতে বিভিন্ন সবজি ব্র্যাকের উদ্যোগে চাষাবাদ করানো হয়েছে। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ সেলিম রেজা ও কর্মসূচী সংগঠক এস.এম. জেনারুল ইসলাম জানান, “ আমতলী উপজেলায় ৭ টি ইউনিয়নে ২৩ টি বøকের মোট ৮৭৭ জন কৃষকের মাঝে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ, কারিগরী সহায়তা, নিবিড় তত্ত¡াবধান ও হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে ধান, সূর্যমুখী, ভুট্টা, বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করানো হয়েছে। উপজেলা কৃষি অফিসার এ সময় উপস্থিত কৃষকদের ধানের উৎপাদন খরচ কমিয়ে আনা এবং দক্ষ ও আদর্শ কৃষক হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!