চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর মহান স্বাধীনতাযুদ্ধের স্মৃতিসৌধ, আটকবর, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও জয়নগর-গেদে সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র। শুক্রবার সন্দীপ মিত্র গাড়িবহরযোগে ঐতিহাসিক মুজিবনগরে যান। সেখানে স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন স্মৃতিসৌধসহ অন্যান্য কারুকার্য পরিদর্শন করেন। সকাল ১০টার দিকে আসেন ৮ কবরে। সেখানে ৮ শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল দেখেন। পরে দুপুর ১২টার দিকে দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশন পরিদর্শন করেন। সৌজন্য সাক্ষাত করেন স্টেশনের কর্মকর্তা ও ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের সাথে। পরে দর্শনা জয়নগর সীমান্তে যান। সেখান থেকে পায়ে হেঁটে ভারতের গেদে যান। গেদে স্টেশন, ইমিগ্রেশন, ও কাস্টমস পরিদর্শন করেন। কর্মকর্তাদের সাথে করেছেন সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাত। স্ব-স্ত্রীক পরিদর্শনকালে সন্দীপ মিত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক এগিয়েছে। যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করণের লক্ষ্যে দুদেশের সরকারের আন্তরিকতার কমতি নেই। সে লক্ষ্যে যা যা করা প্রয়োজন আমি তা করবো। এ সময় তার সাথে মিসেস সন্দীপ মিত্র, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আউয়াল হোসেন, জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান, এসআই ফকরুল ইসলাম প্রমুখ।
