আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকুর পাড়ে মাটি কাটার সময় উদ্ধারকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের চথুরভুজি বিষ্ণু মূর্তিটি অবশেষে ৯ মে শুক্রবার দুপুরে বগুড়ার মহাস্থান যাদুঘরে স্থানান্তর করা হয়েছে। আদমদীঘি থানা পুলিশ মহাস্থান যাদু ঘন অফিসার সাদিকুজ্জামানের নিকট হস্তান্তর করেন।

পুলিশ জানান, আদমদীঘির উথরাইল চকসাবাজ গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যাক্তি গত ৭ মার্চ সকালে গ্রামের বাশিয়াগাড়ী আদার নামক পুকুর পাড়ে মাটি কাটার সময় ৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের চথুরভুজি বিষ্ণু মূর্তি পায়। এরপর একটি মহল মূর্তিটি গোপন করার চেষ্টা করে। পরে থানা পুলিশ খবর পেয়ে গত ১০ মার্চ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে মূর্তি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে স্বর্নকারের নিকট পরীক্ষা করে মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হন।
