রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি এলাকায় (৭ মে) ভোররাতে হাতির আক্রমণে কৃষক জহুর আলম (৪৭) নিহত হয়েছে। নিহত কৃষক উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়ব উলাহ চৌধুরী ও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
