হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে কালবৈশাখীর তান্ডবে শতাধিক ঘর-বাড়ি গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় ঘূর্ণিআবর্তে পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানাযায়, ৭ মে বুধবার বিকেল ও সন্ধ্যায় দু-দফায় প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে উপজেলার কাওনা,ধুলজুরি,পুমদি ও ধুলিহর গ্রামের শতাধিক ঘরবড়ি,গাছ পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় উপজেলার কাওনা গ্রামের আফাজ মিয়ার সাইকেলের দোকান,হেলাল হাজী,জিলাল মিয়া ও সুমন মিয়ার মুদি দোকানের চালা উড়িয়ে নিয়ে যায়। তাছাড়া উপজেলার ধুলজুরি গ্রামের মফিজ উদ্দিনের বসত ঘরের উপর একটি বড় গাছ পড়ে গিয়ে ঘরটি সম্পূণ চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এ সময় ঘরের ভিতরে থাকা মহিলাসহ চারজন আহত হয়। অন্যদিকে উপজেলার ধুলজুরি গ্রামের মৃত দোলাল মিয়ার সাড়ে চার বছরের শিশু পুত্র হাইদুল ইসলাম প্রচন্ড ঝড়ো বাতাসের সময় বাইরে থেকে ঘরে ফিরতে চাইলে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। অন্যদিকে উপজেলার পুমদি,গোবিন্দপুর,হাজীপুর,সিদলা ও জিনারী এলাকায় কালবৈশাখীর তান্ডবে ঘর-বাড়ি,গাছ পালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ আরো ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
