মোঃ ফারুক হোসেন,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্লেনে যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে করতে হবে। বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্ম কর্তাদের সঙ্গে মত বিনিময় কালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন আমরা বিমান বন্দরগুলোর মান উন্নীতকরণ নিরাপদ বিমান অবতরণ এবং আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প নিয়েছি। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক
বিমান বন্দরে আপ গ্রেডেশনের জন্য ৫৩১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ট্যাক্সিওয়ে- লাইটিং সিস্টেম স্থাপন ও বিমান বন্দরের ড্রেনেজ সিস্টেম উন্নয়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন ১৮৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে এ বিমান বন্দরের রানওয়ের ওভার লেকরণ প্রকল্প আগামী মাসে শেষ হবে। ১৩২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর প্রধান কার্যালয় স্থাপনের কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দ্বিতীয় রানওয়ে স্থাপনের কাজ হাতে নিয়েছি। সমুদ্র সৈকতে ডেঞ্জার জোনে ডেঞ্জার পিরিয়ডে না নামতে পর্যটকদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সচেতন হতে বলেন তিনি। ডেঞ্জার জোনো যেন কেউ না নামতে পারেসে বিষয়ে সংশ্লিষ্ট দের কঠোর হতে বলেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
