চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার দোয়ার (জলাশয়) ধারে মন্টু মিয়া (৪০) নামের এক নৈশ প্রহরীকে ঘুমন্ত অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। সে ওই গ্রামের নূর হোসেন ওরফে ছমিরের ছেলে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ সুপার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান ও (ওসি তদন্ত) ফকির আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার দোয়ার (জলাশয়) ধারের ভ‚মিহীন বাসিন্দা নূর হোসেন ওরফে ছমিরের ছেলে চৌধুরীপাড়ার দোয়ার (জলাশয়) নৈশ প্রহরী মন্টু মিয়া রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। সে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা তাকে জবাই করে ও কুপিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। এসময় মন্টুর গোংরানিতে পরিবারের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। তারা উঠে হারিকেন জালিয়ে দেখে মন্টুর ঘুমিয়ে থাকা জায়গা রক্তে ভেসে যাচ্ছে। তার গলা ও পেট কাটা। পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আছে। এর কয়েক মিনিটের মধ্যেই সে মারা যায়।
তিনি আরও জানান, রাত পোনে একটার দিকে সংবাদপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া ঘাতকদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকালে লাশের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।
