নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সীমান্ত সমস্যার সমাধান এবং দু’দেশের সীমান্ত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে শেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ডিজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নাকুগাও সীমান্ত সংলগ্ন ভারতের ডালু বিএসএফ কিল্লাপাড়া ক্যাম্পে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতের ৯ বিএসএফ সদস্যের স্মরণে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা স্থান পায়। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আজিজ আহমদ, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক খ.ম. হামিদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, ২৭ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল শেখ মনিরুজ্জামান এবং ভারতের পক্ষে বিএসএফ’র ডিজি মি. ডিকে পাঠানসহ বিএসএফ’র উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এর আগে বিজিবি কর্মকর্তারা নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়ক দিয়ে ভারতের ডালু বিএসএফ কিল্লাপাড়া ক্যাম্পে যান। ওই সময় বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি কর্মকর্তাদেরকে ফুলের তোড়া ও ছোট ছোট শিক্ষার্থীরা উভয় দেশের পতাকা এবং ফুল ছিটিয়ে অর্ভ্যথনা জানায়। বিএসএফ সদস্যদের গার্ড অব অনার প্রদানের পর কিলাপাড়া বিএসএফ ক্যাম্পে নতুন আঙ্গিকে সংস্কারকৃত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
উলেখ্য, ১৯৭১ সালের ২৫ মে নাকুগাঁও ও ডালু কিলাপাড়ায় পাক হানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে মুক্তিযোদ্ধা ও অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করে। স্বাধীনতা অর্জনের পরপরই ডালু বিএসএফ ক্যাম্পে ৯ জন বিএসএফ স্মরণে স্মৃতি স্তম্ভ গড়ে তোলে সে দেশের সরকার। তবে বাংলাদেশ অংশে এখনও গড়ে উঠেনি কোন স্মৃতিফলক।
