সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে পরা শিশুকে নিয়ে মটরসাইকেল যোগে হাসপাতালে যাবার সময় সড়ক দূর্ঘটনায় সুন্নাস রায় (৬৫) নামের এক বৃদ্ধ ও কন্যাশিশু মহিমা (২) নিহত এবং ৩ জন আহত হয়েছে। আহতদের রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সুত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টায় উপজেলার কাশিমপুর দূর্গাপুর গ্রামের সুমন প্রাং এর শিশু কন্যা মহিমা বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে পরে যায় । লোকজন দেখতে পেয়ে তাকে মটরসাইকেল যোগে হাসপাতালে নেয়ার সময় রাণীনগর-আত্রাই সড়কের রাণীনগর নগরব্রীজের পূর্ব পার্শ্বে সুন্নাস নামের এক বৃদ্ধের সাথে ধাক্কা লাগে । এতে বৃদ্ধ সুন্নাস, শিশু মহিমাসহ মটরসাইকেল আরোহি দূর্গাপুর গ্রামের আক্কেল আলীর ছেলে দিপু (২৬),জুয়েল হোসেন (২৮) ও কাশিমপুর সর্বরামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আলমগীর (৩৩) ছিটকে পরে যায়। শিশুসহ আহতদের রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু মহিমাকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে বৃদ্ধ সুন্নাস ও আলমগীরের অবস্থা আশংকাজনক হওয়ায় নওগাঁ স্থানান্তর করলে পথিমধ্যে বৃদ্ধ সুন্নাস মারা যায়। স্থানীয়রা জানান, এক মটরসাইকেলে শিশুকে নিয়ে তিনজন দূর্ত হাসপাতালে যাচ্ছিল । ঘটনাস্থলে বৃদ্ধ সুন্নাস রাস্তা পারাপার হওয়ার সময় মটরসাইকেলের ধাক্কা লাগে এতে মটরসাইকেলে থাকা শিশু সহ তিনজনই ও সুন্নাস রায় ছিটকে পরে যায়। নিহত সুন্নাস রায় এলাকার চকাদিন সানা পাড়া গ্রামের মৃত যুগেন্দ্রনাথ রায় এর ছেলে বলে স্থানীয়রা জানান।
