মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্ত এলাকা থেকে গতকাল ৬মে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল, ১০বোতল অফিসার্স চয়েজ মদ, আমদানী নিষিদ্ধ ৪হাজার ভারতীয় নাসির বিড়ি সহ ময়ুর মিয়া(৩৫) নামে একজনকে আটক করে বিজিবি। আটককৃত ময়ুব মিয়া উপজেলার মুরইছড়া এলাকার মৃত তাহির মিয়ার ছেলে।

জানাযায়, উপজেলার পৃথিমপাশা এলাকায় সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মুরইছড়া ক্যাম্পের কমান্ডার সুবেদার আজিজুর রহমানের নেতৃতে অভিযান চালিয়ে নাম্বারবিহীন একটি মোটর সাইকেল ও ৪হাজার ভারতীয় নাসির বিড়ি এবং ১০বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ ময়ুব মিয়াকে আটক করে। পরে তাকে কুলাউড়া থানায় হস্থান্তর করা হয়। এব্যাপারে বিজিবি বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
