তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম সমূহ চারটি গ্র“পের মাধ্যমে পরিচালনা করে থাকে। এর মধ্যে দুইটি গ্র“প হচ্ছে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস)। স্বজন সদস্য রেজবাউল হক রানা কুমিল্লা সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ও ইয়েস সদস্য দেবব্রত দাস তাঁর ম্যাটস্ এর চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় ইয়েস গ্র“পের নিয়মিত সভায় ইয়েসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য বদরুল হুদা জেনু, টিআইবি কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ খাদেমূল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার মাইনুল হক, ইয়েস দলনেতা মোঃ শরিফুল ইসলাম, সহ-দলনেতা বাঁধন চন্দ্র সাহা সহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্র“পের সদস্যরা।
