নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিতর্ক প্রতিযোগীতায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাহজাহান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। বিতর্ক প্রতিযোগীতায় ৭ম শ্রেনীর শিক্ষার্থীরা ১০ শ্রেনীর শিক্ষার্থীদের হারিয়ে চুড়ান্ত প্রতিযোগীতায় চাম্পিয়ন হয় এবং বিতর্ক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় ৭ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী আখতার জাহান আখিঁ। বিতর্ক প্রতিযোগীতার স্লোগান ছিল দুর্নীতি রোধে সামাজিক সচেতনতা না আইনের প্রয়োগ।
