শ্যামলবিনোদন ডেস্ক : রজনীকান্ত তামিল অভিনেতা। তবু সীমানা ছাড়িয়ে তার জনপ্রিয়তা ভারতজুড়ে। ভারতের সাংস্কৃতিক আইকন এবং প্রভাবশালী তারকা হিসেবে ধরা হয় তাকে। তুমুল জনপ্রিয় এই তারকা’র জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।
সামাজিক যোগাযোগ সাইট টুইটারে এতদিন ছিলেন না রজনীকান্ত। সোমবার টুইটার অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল জগতে নতুন জীবন শুরু করলেন রজনীকান্ত। আর প্রথমদিনেই তার টুইটার ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে দেড় লাখ! যেটি এখন দুই লাখের কাছাকাছি। আর এই আনন্দকে রজনীকান্ত উদযাপন করলেন টুইট বার্তায়। লিখেছেন ‘প্রভুর প্রতি স্যালুট। আমার সকল ভক্তকে বড় করে ধন্যবাদ। এই ডিজিটাল জার্নিতে আমি উদ্দীপিত।’
