ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : সিএনজি চালক-শ্রমিক সংগঠনের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের হিসেবে মঙ্গলবার থেকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী সাধারণের চলাচলে চরম দূর্ভোগ নেমে এসেছে।

জানা যায়, ঝিনাইগাতী উপজেলা সিএনজি অটো চালক-শ্রমিক সংগঠনের বিবদমান দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। কয়েক বছর আগে স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে বৈধ কমিটিকে হটিয়ে সিএনজি স্টেশন দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে তাদের নেতৃত্বেই চলে আসছিল সিএনজি স্টেশন। কয়েকদিনে আগে বৈধ কমিটির লোকজন স্টেশনটি দখল করে নেয়ার চেষ্টা করলে ফের দ্বন্দ্বের সৃষ্টি হয়। সিএনজি স্টেশন দখল হারিয়ে অবৈধ দখলদাররা মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনার জের ধরে সিএনজি স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পরে এবং সিএনজি শেরপুর-ঝিনাইগাতী রোডে সিএনজি চলাচল বন্ধ করে দেয়া হয়। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
