ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবাগত রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. মাসুদুজ্জামান মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার রাতে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আউয়াল গাজি। সভায় বক্তব্য রাখেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রহিম রেজা, এসআই আরিফুল ইসলাম, সাংবাদিক মঈনুল হক লিপু, আহসানুল কবির মামুন, এনামুল হক, বদরুদ্দিন তোতা মৃধা, অহিদ সাইফুল, সাইদুল ইসলাম, সিদ্দিক আকন, রুহিদাশ বিশ্বাস, মিজানুর রহমান পনা, সাইফুল আজম রিপন ও খায়রুল ইসলাম পলাশ প্রমুখ। সভায় ওসি মো. মাসুদুজ্জামান বলেন, কঠোরভাবে মাদক নিয়ন্ত্রন এবং থানাকে দালাল মুক্ত করা হবে। এজন্য তিনি সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
