চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে মোফাজ্জেল হোসেন (৩৫) ও তার শিশু কন্যা খোদেজা খাতুন (৫) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মোফাজ্জেলের অবস্থা আশঙ্কাজনক। ৪ মে রবিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বসতঘরে ওই ঘটনা ঘটে।

জানা যায়, জয়রামপুর গ্রামের মোফাজ্জেল হোসেন প্রতিদিনের ন্যায় নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোফাজ্জেলকে এলোপাতাড়ি দিয়ে কুপাতে থাকে। এ সময় তার শিশু কন্যা খোদেজা খাতুনকেও তারা কুপিয়ে আহত করে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোফাজ্জেলের পিতা ফারজাল মন্ডল জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
