টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে রবিবার সকাল ১০টায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সার্বিক তত্ত¡বধায়ন ও আয়োজনে ফ্রি-ইএনটি ক্যাম্পে ঔষধ বিতরন ও ব্যবস্থা পত্র দেওয়া হয়। ইএনটি ক্যাম্পে পরিচালনার দায়িত্ব পালন করেন স্যার সলিমুলাহ কলেজের ইএনপি বিভাগের প্রধান সার্জারী অধ্যাপক মনিলাল আইট লিটু ।

ফ্রি-ইএনটি ক্যাম্পে ঔষধ বিতরন অনুষ্ঠানটি শুভ উদ্ভোধন করেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী । সকাল থেকেই রোগীরা ভীর জমায় ভীর সামাল দিতে ৫০জন স্বেচ্ছাসেবক হিমসিম খান। ১০জন ডাক্তার এবং সহযোগী ডাক্তার সারাদিন রোগী দেখেন।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী পৌর মেয়র আনছার আলী বিকম, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ,ওসি মনির হোসেন প্রমুখ।
কালিহাতীতে ‘বাড়ী বসে বড়লোক’ প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান
ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ এবং টিএমএমএস এর যৌথ উদ্দ্যোগে দেশে প্রথম কর্মস্থানে সৃষ্টির লক্ষে রবিবার বিকাল ৪টায় বিআরডিপি হল রোমে ”বাড়ী বসে বড়লোক” ৫৮জন ছাত্র/ছাত্রী প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোহা.রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী । কোঅর্ডিনেটর নিগার সুলতানা, দুইদিন ব্যাপী প্রশিক্ষন পরিচালনা করেন মাষ্টার টেইনার রায়হান বাদশা ও সহকারী টেইনার মাহমুদুল হাসান ।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার,ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও মনোয়ারা বেগম, কালিহাতী পৌর মেয়র আনছার আলী বিকম, ,ওসি মনির হোসেন প্রমুখ।
