মেহের আমজাদ, মেহেরপুর : গাংনী পৌর এলাকার ঝিনেরপুল পাড়ায় সেলিনা খাতুন (৩৫) নামের এক স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী তার ঘাতক স্বামী পুলিশের হাতে আটক হয়েছে।

৪ মে রবিবার দুপুর ১২ টার সময় গাংনী উপজেলার হিজলবাড়িয়া ও কুলবাড়িয়া গ্রামের মাঠে গাংনী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক মাসুদ রানা ওরফে ইঞ্জিল (৪০) কে আটক করে। এ সময় মাসুদ রানার কাছে থাকা তার ছোট মেয়ে হোসনেয়ারা খাতুন (৩)কে উদ্ধার করা হয় । ছোট শিশু তার মাকে কিভাবে হত্যা করেছে তার বাবা। সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। বর্তমান মাসুদ ও তার ছোট মেয়ে হোসনেয়ারা গাংনী থানা হেফাজতে রয়েছে।
হত্যাকারী ঘাতক স্বামী মাসুদ রানা ওরফে ইঞ্জিল হত্যা সম্পর্কে স্বীকারোক্তি প্রদান করে
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ঘাতক স্বামী মাসুদ রানা ওরফে ইঞ্জিল তার স্ত্রীকে হত্যা করার পর পলাতক ছিল। হত্যার একদিন পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
উল্লেখ্য, শনিবার দুপুরে গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া কলোনীপাড়ার মৃত আওয়াল হোসেনের ছেলে মাসুদ রানা ওরফে ইনজিন তার স্ত্রী সেলিনা খাতুনকে পার্শ্ববর্তী ঝিনেরপুল পাড়ায় কুপিয়ে হত্যা করে।
মেহেরপুরে মৌচাকের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ
মৌলিক চাহিদা কর্মসূচী মৌচাকের উদ্যোগে মৌচাকের ফ্রি সানডে ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ রোগিদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার মৌচাকের ফ্রি সানডে ক্লিনিকে ২৫ জন রোগি দেখেন ও বিনা মূল্যের ওষুধ বিতরণ করেন মৌচাকের নির্বাহী প্রধান ডা. মোঃ আলাউদ্দিন। এসময় মৌচাকের কো-অডিনেটর মাজেদা খাতুন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর বিএনপি’র ৫ কর্মী-সমর্থক আটক

মেহেরপুর পুলিশ সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করেছে। গতকাল রোবাবার ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার সুফল জানান, আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের তুষার, রাজনগর গ্রামের মোমিন, সামছুল ও হামিদ এবং শোলমারী গ্রামের আমিরুল ইসলাম। গতকালই তাদের আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন সাংবাদিকদের বলেন, আটককৃতরা মেহেরপুর বিএনপি’র কর্মী ও সমর্থক। রাজনৈতিকভাবে হয়রানীর জন্য তাদেরকে আটক করা হয়েছে।
মেহেরপুরে নোংরা পরিবেশে মাংস ও মিষ্টি বিক্রির অভিযোগে জরিমানা আদায়
ওজনে কম দেওয়া এবং নোংরা পরিবেশে মাংস ও মিষ্টি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়, আমঝুপি ও বারাদী বাজারে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়ে মিষ্টি ব্যবসায়ী কালাম বিশ্বাসকে এক হাজার টাকা, আমঝুপি বাজারের মিষ্টি ব্যবসায়ী বিল্লাল ও মোখলেছুর রহমানকে ৪শ’ টাকা করে জরিমানা করেন। এপর আমঝুপি হাটে মাংশ ব্যবসায়ি সিদ্দিক, জুয়েল, মামলত ও শাকিলের প্রত্যেককে ২০০/= টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে বারাদি বাজারের মিষ্টি ব্যবসায়ী আব্দুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রথম বিভাগ ভলিবল লিগে মেহেরপুর ব্রাদার্স ইউনিয়ন ও পিরোজপুর জয়ী
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর ব্রাদার্স ইউনিয়ন ও পিরোজপুর জনতা ক্লাব জয় লাভ করেছে।
গতকাল রোববার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ব্রাদার্স ইউনিয়ন ২-০ সেটে মেহেরপুর আক্তার স্মৃতিসংঘকে পরাজিত করে। দিনের অপর খেলায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাব ২-০ সেটে মেহেরপুর নিওন স্টার ক্রীড়াচক্রকে পরাজিত করে।
