অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ার একটি খাল থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ৪ মে রবিবার বিকেলে উপজেলার পয়সারহাট-আগৈলঝাড়া খালের রথবাড়ি নামক স্থানে ভাসমান অবস্থায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশের এসআই হাবিবুর রহমান ঘোড়ারপাড় নামক স্থান থেকে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। অজ্ঞাত লাশের বয়স আনুমানিক ৩০ বছর। উদ্ধারকালে ওই যুবকের গায়ে কোন জামা-কাপড় ছিলনা। তবে লাশটি কাঁদা মাখানো অবস্থায় ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে আগৈলঝাড়ায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
