বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ ১ মাস পর পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ৪ মে রবিবার সকাল ৮টা থেকে সকল অনুষদে ক্লাস চলতে দেখা গেছে। ফলে দীর্ঘ ১মাস অচলাবস্থা কাটিয়ে বাকৃবি ফিরে পেয়েছে তার প্রাণ।
গত ১এপ্রিল অনুষদীয় ক্লাস-পরীক্ষা ও ছাত্রসমিতির সহ-সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সহপাঠীদের হাতে মার খাবার পর ময়মনসিংহ ট্রমা মেডিক্যেল সেন্টারে মারা যায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ¯œাতক শেষবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ।
সাদ হত্যাকান্ডের পর হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামে সাদের সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা। ফলে ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় তদন্তকমিটির দেওয়া রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে সাদ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ ছাত্রকে আজীবনের জন্য, ২জনকে ৪ বছরের জন্য এবং ১জনকে ২ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু তা প্রত্যাক্ষান করে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় সাদের সহপাঠী ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। ফলে আবারও তদন্তের জন্য নতুন সম্পূরক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সবশেষ সম্পূরক তদন্ত কমিটির রিপোর্টে অপেক্ষায় রয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। কেননা আগামী ১৫ইমে সম্পূরক তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
