ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আবিরুল ইসলাম (২০) নামে এক ভূয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। ৩ মে শনিবার সকালে শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আবিরুল ইসলাম ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহলার সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ওই যুবকের কাছ থেকে পুলিশের ভূয়া আইডি কার্ড, ব্যাচ ও জাল টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান জানান, ওই ভূয়া পুলিশ পরিচয়কারী যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
