ইয়ানুর রহমান, যশোর : শার্শা উপজেলার বেনাপোলের পল্লীতে পুলিশের সঙ্গে খুনি আসামীদের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় জোড়া খুনের আসামিসহ পুলিশ ৩জনকে আটক করেছে । শুক্রবার ভোর রাতে শার্শার শিকড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত হল জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৩২), শার্শার পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হত্যা মামলার আসামি ছাত্তার (৪৫) ও সহযোগী নুরুজ্জামান (৪০)। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় জোড়া হত্যা মামলার আসামী রফিকুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার এসআই আশরাফুল জানান, বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী বারোপোতা গ্রামের ছাত্তার ও মহিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে রফিকুল সঙ্গীদের শিকড়ি গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিন/চারটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলিবর্ষণ করে। এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল এবং সুস্থ অবস্থায় ছাত্তার ও তার সঙ্গী নুরুজ্জামানকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।
পরে রফিকুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দু’জনকে জেল হাজতে প্রেরন হয়।
উলেখ্য, ২৬ এগ্রিল সকালে শার্শার বারোপোতা গ্রামে চোরাচালান সিন্টিকেট সদস্যরা টাকা ভাগাভাগিকে কেন্দ্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই সিন্টিকেট সদস্য নিহত হয়। রফিকুল ইসলাম ওই জোড়া হত্যা মামলার আসামি।
