ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার কামাররা নির্ঘুম রাত কাটাচ্ছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৫:৩৫ অপরাহ্ণ

KAMARনকলা (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নকলায় চলতি বোরো ধান কাটা শুরু হয়েছে, ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক, ধান কাটার শ্রমিক এবং ধান মাড়াই যন্ত্র (বোম) মালিকরা তবে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে কামারেরা।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার কামারপট্টি, নালিতাবাড়ী মোড় ও বয়েজ কলেজ রোড সহ কৃষ্ণপুর, চন্দ্রকোনা, বারমাইসা, শিববাড়ী, নারায়নখোলা গ্রামের কামার পল­ীতে ধানকাটার প্রধান উপকরণ কাস্তে (কাচি) তৈরিতে কামারদের দম ফেলার সময় নেই- ফুরসত নেই তাদের একটু ঘুমাবার। হাছেন আলী, মোস্তফা, সাইদুল, ইব্রাহিম সহ বেশ ক’জন কামারের সাথে কথা বলে জানা যায়, চৈত্র-বৈশাখ মাসে নকলা ছাড়াও প্রতিবেশী উপজেলা থেকে কাস্তে (কাচি) কিনতে আমাদের কাছে আসে। ফলে কাস্তের চাহিদা পূরণে আমাদের রাতদিন কাজ করতে হচ্ছে। কৃষি ব্যবস্থা আধুনিক হওয়া সত্তে¡ও ধান কাটার একমাত্র উপকরণ কাস্তে হওয়ায় আমন ও বোরো মৌসুম ছাড়া তাদের হাতে তেমন কোন কাজ থাকে না। এ দু’মৌসুম ছাড়া সাড়া বছর নিড়ানি, দা, কোদাল, কুড়াল, শাবল, চাকু ইত্যাদি তৈরি করে কোন রকম দিনাতিপাত করতে হয়। এ মৌসুমে কাস্তের চাহিদা ৩/৪গুন বেড়ে যাওয়ায় প্রতিদিন গড়ে ৫শ থেকে ৬শ টাকা আয় হচ্ছে। এ আয় দিয়েই সারা বছর চলতে হয়। উপজেলায় কামার স্বল্প সংখ্যক থাকায় তাদের কোন সংগঠন নেই, তাই এই মৌসুমী আয়ের স্থানীয় কামারদের দাবি, লৌহ জাত সামগ্রী তৈরিতে ব্যাংক ঋণের সহায়তা পাওয়া গেলে দাদন ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হতো না, হতে হতো না ভূমিহীন। তাই তারা স্বল্প সুদে এ খাতে ব্যাংক ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!