কুষ্টিয়া প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ের সময় আগুন লেগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের শতাধিক ঘর পুড়ে গেছে। এসময় বিধ্বস্ত হয়েছে আরো অন্তত ৫ শতাধিক ঘরবাড়ি। ১ মে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, মধ্যরাতে হঠাৎ ঝড় শুরু হয়। চিলমারী ও পাশের রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চলের এক বাড়ির জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঝড়ো বাতাসে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে চরাঞ্চলের শতাধিক ঘর পুড়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে আগুন নিভে যায়।
তিনি আরো জানান, ঝড়ে অন্তত ৫ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
