এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ১ মে বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

গোপালপুর থানার এসআই দেওয়ান ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার এসআই মো. নুরুল বাসার ও এসআই সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটিদল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝাওয়াইল বাজার এলাকার ঋষিপলীতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ সেবনরত অবস্থায় উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে উদয় নবী (৪৮), একই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে কহিনুর ইসলাম (৫৮) ও মৃত আব্দুর রহমানের ছেলে জয়নাল আবেদিন (৩৯), আলমনগর ইউনিয়নের নবগ্রাম এলাকার আব্দুল গনি মিঞার ছেলে বাবলু (৩৫) এবং মোহাইল গ্রামের মো. মোকাদ্দেস আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) কে গ্রেফতার করে।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতেই গোপালপুর থানায় একটি মামলা দায়ের করে শুক্রবার ওই ৫ মদ্যপায়ীকে আদালতে সোপর্দ করা হয়।
