নজরুল ইসলাম, সাতক্ষীরা : ‘দুনিয়ার মজদুর এক হও’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সাতক্ষীরায় পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবীদের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস ও আলোকবর্তিকার দিন পহেলা মে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহরের বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরায় জেলার সকল শ্রমিকভুক্ত বিভিন্ন সংগঠন, মটর শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তরা শ্রমিক ইউনিয়ন, রং শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ব্যাংকের শ্রমিক কর্মচারী ইউনিয়ন দিবসটি উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
