ভোলা প্রতিনিধি : ভোলারচরফ্যাশন থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক শফিকুল আলম চৌধুরীকে মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানীর অভিযোগে ভোলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থানা কোয়াটারে নিজ কক্ষে মহিলা কনেস্টবলকে নিয়ে ওই পুলিশ কর্মকর্তার এমন কেলেংকারীর অভিযোগ উঠে।
চরফ্যাশন থানা পুলিশের একাধিক সদস্য জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একজন মহিলা কনেস্টবলকে নিজ কক্ষে নিয়ে উপ-পরিদর্শক শফিকুল আলম চৌধুরী অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হন। বিষয়টি আচঁ করে কোয়াটারের অপরাপর পুলিশ সদস্যরা বাহির থেকে কক্ষের দরজায় তালাবদ্ধ করে রাখেন এবং অফিসার ইন চার্জকে অবহিত করেন। অফিসার ইন চার্জ আবুল বাসার ঘটনাস্থলে এসে তালাখুলে কনস্টেবল এবং উপ-পরিদর্শক শফিকুল আলম চৌধুরীকে অবমুক্ত করেন। রাতেই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে শফিকুল আলম চৌধুরীকে ভোলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এ প্রসঙ্গে চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ আবুল বসার বলেছেন- প্রাথমিক ভাবে মনে হচ্ছে-অফিসারদের মধ্যে গ্রুপিংয়ের ফলে ছোট বিষয়কে ফুলিয়ে ফাপিয়ে বড় রুপ দেয়া হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষ তদন্তের মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
