পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : দেড় যুগ পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুঠিয়া ও জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। পুঠিয়া পৌরসভার সীমানা নির্ধারন জটিলতায় এই দুই ইউনিয়নে এতো দিন নির্বাচন হয়নি। নির্বাচন কমিশন বাংলাদেশ, নির্বাচন কমিশন সচিবালয় গত ২৪ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলার এ দুটি ইউনিয়নে নির্বাচনের সিন্ধান্ত নিলে জেলা নির্বাচন অফিস সোমবার এক প্রজ্ঞাপনে নির্বাচনের তপশীল ঘোষনা করে। তপশীল অনুযায়ী ৮ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। যাচাই বাছাই ১০ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ মে। ভোট গ্রহন হবে ২ জনু/১৪ইং ।
