ads

রবিবার , ২৭ এপ্রিল ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় হিজড়া অপারেশনের চেষ্টাকালে পুলিশের হাতে ১ দালাল সহ ২ সেবিকা আটক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০১৪ ৭:০৬ অপরাহ্ণ
পত্নীতলায় হিজড়া অপারেশনের চেষ্টাকালে পুলিশের হাতে ১  দালাল সহ ২ সেবিকা আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা সদর নজিপুর নতুন হাট এলাকায় আশা ক্লিনিক নামের একটি বেসরকারী ক্লিনিকে রবিবার আনুঃ বেলা ১১ টায় হিজড়া অপারেশনের চেষ্টাকালে (খোজা করনের সময়) পুলিশের হাতে ১ দালাল সহ ২ সেবিককা আটক হয়েছে।

Shamol Bangla Ads

 জানাগেছে উপজেলা সদর নজিপুর নতুন হাট এলাকার আশা ক্লিনিকের সত্বাধিকারী ময়েন উদ্দীন একজন পল্লী চিকিৎসক। কিন্তু উক্ত ক্লিনিকে সে দীর্ঘ দিন যাবৎ সিজার ও নানা ছোট বড় অবৈধ অপারেশন সহ হিজড়া অপারেশন করে আসছিল।

 দেশের বিভিন্ন এলাকা থেকে দালালের মাধ্যমে হিজড়াদের ময়েন উদ্দীন উক্ত ক্লিনিকে নিয়ে এসে অপারেশনের মাধ্যমে তাদের পুরুষাঙ্গ কেটে মেয়ে যৌনাঙ্গে রুপান্তরিত করে দিত। এতে ময়েন উদ্দীন ডাক্তার হিসাবে খরচ বাবদ ১৫/২০ হাজার ও দালালরা ৩/৫ হাজার টাকা নিত বলে আটক দালাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমসলন্দ গ্রামের ডাঃ আব্দুল কাদেরের পুত্র শরিফুল মিয়া (২৮) জানায়।

Shamol Bangla Ads

 এব্যাপারে পত্নীতলা থানার এস.আই হাবিব ও এ.এস.আই মোস্তাফিজ জানান গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক ও সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে আশা ক্লিনিক থেকে দালাল শফিকুল সহ উক্ত ক্লিনিকের ২ সেবিকা পত্নীতলা উপজেলা সদর হরিরামপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ময়না খাতুন (৩৫) ও কুতুরা গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শাবানা খাতুন (৩৫) কে  আটক করে। এসময় অন্যান্যরা পালিয়ে যায়।

 এলাকাবাসী জানায় পত্নীতলায় অবৈধ ক্লিনিক বেড়ে যাওয়ায় সাধারন মানুষ এতে আতংকিত হয়ে পড়েছে। উক্ত আশা ক্লিনিকে দীর্ঘদিন যাবৎ এসব অবৈধ অপারেশন সহ জাল টাকার ব্যবসাও চলতো। সম্প্রতি উক্ত ক্লিনিকে জাল টাকার খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও অপরাধীরা পুলিশ আশার আগেই পালিয়ে যায়। এবাদেও উক্ত ক্লিনিকের ডাক্তার ময়েন উদ্দীন সহ তার সহযোগীরা কোন কোন সময় বোরখা  পরে গাইনি ডাক্তার সেজেও রোগীদের সাথে প্রতারনা করতো বলেও অভিযোগ রয়েছে।

 এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগের ভিত্তিতে আশা ক্লিনিকে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এসময় পুলিশ একজন দালাল সহ দুজন সেবিকাকেও আটক করেছে। অবৈধ কাজের অভিযোগের প্রেক্ষিতে উক্ত ক্লিনিকের কার্যক্রম বন্ধের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।

 এ রিপোর্ট লিখা পর্যন্ত উক্ত বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!