ঝালকাঠি প্রতিনিধি : বরিশালের বিভাগীয় কমিসনার মো: গাউস বলেছেন বর্তমান সরকারের ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষে তৃনমুল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। দারিদ্র হ্রাস করে এমডিজির গোল অর্জন করতে হবে। এই ক্ষেত্রে বাধা হিসাবে চিহ্নিত দুর্নীতি কমিয়ে আনতে হবে। এই লক্ষ অর্জন হলে এই সময়ের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে পারবে। তিনি রবিবার বেলা ১২ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪টি উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ-কথা বলেছেন। জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সপথ গ্রহন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ বরিশালের পরিচালক প্রনয় কান্তি বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহআলম, পুলিশ সুপার মো: মজিদ আলী, নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান বক্তব্য রাখেন। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে বিভাগীয় কমিসনার তাদের সপথ বাক্য পাঠ করান।
