জামালপুর প্রতিনিধি : জামালপুরে কলেজ ছাত্র আবু শোয়েব শাকিল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জামালপুরে মানব বন্ধন শেষে স্মারক লিপি প্রদান করা হয়। ২৭এপ্রিল রবিবার দুপুরে
শরিফপুর সামাজিক অপরাধ দমন বাস্তবায়ন কমিটি আয়োজিত ঘন্টাব্যাপী মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সদর উপজেলার চেয়ারম্যান আমজাদ হোসেন মল্লিক ভোলা , আলতাফ হোসেন, মোস্তাক আহমেদ, হারুন-অর রশীদ, দিদার মল্লি¬ক, জহুরুল হক ও নিহত শাকিলের বন্ধু হীরা।
নিহত শাকিল ডা: আব্দুল মতিনে ছেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র। সে গত ১৮ এপ্রিল নিখোঁজ হয়। ২ দিন ব্রহ্মপুত্র নদের বালুর নিচ থেকে শাকিলের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিলের হত্যাকারী সন্দেহে তার ঘনিষ্ট বন্ধু মিলনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার মূল আসামীরা এখনও ধরা না পড়ায় এ মানব বন্ধনের ডাক দেয়া হয়। প্রকৃত খুনীদের গ্রেফতারের দাবেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
