ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন ও পিতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে শনিবার সকাল ১০টায় রাজাপুর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের দিনমজুর সেলিম হাওলাদারের মেয়ে রাজাপুর মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী সেলিনা আক্তার। সংবাদ সম্মেলনের সময় সেলিনার মা ডালিম বেগমও উপস্থিত ছিলেন। সেলিনা আক্তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ৩০ মার্চ রোববার আমি আমার মাকে নিয়ে রাজাপুর যাওয়ার জন্য ক্লাব বাসস্টান্ড এলাকায় গেলেই ক্লাবের সামনে দাড়িয়ে থাকা একই গ্রামের সাইদুর রহমান খানের ছেলে রাসেল খান আমার দিকে দৌড়ে এসে আমার মায়ের সামনে আমাকে আজেবাজে কথা বলা শুরু করে। আমার মা প্রতিবাদ করিলে তাহার সামনে আমার ওড়না ধরিয়া টানাটানি শুরু করলে আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং প্রশাসনকে খবর দেয়। পরে রাজাপুরের ইউএনও মাহাবুবা আক্তার ও রাজাপুর থানার এসআই কাইউমসহ একদল পুলিশ এসে আমি ও আমার মা সহ স্থানীয় স্বাক্ষীদের বক্তব্য শুনিয়া তাৎক্ষনিক বখাটে রাসেলকে আটকের নির্দেশ প্রদান করে এবং আমার শ¬ীলতাহানীর করার অপরাধে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। এ ঘটনার পর থেকেই রাসেলের মা ও তার আত্মীয়স্বজনরা ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানি, ভয়ভীতি, হুমকিসহ আমার ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করে এবং উল্টো রাসেলের পক্ষ নিয়ে তাকে স্কুল পড়–য়া কিশোর দাবি করে একটি স্বার্থন্বেষী মহল উঠেপরে লাগে। আসলে রাসেল আমার চেয়েও এক বছরের বড়। সেলিনা আক্তার আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদির ধরেই রাসেলের অত্যাচারে আমার এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি এবং লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। শুধু তাতেই তারা খ্যান্ত হয়নি। ২৪ এপ্রিল আমার বাবা মোঃ সেলিম হাওলাদারসহ আমাকে নির্যাতনের ঘটনায় যাহারা সঠিক বিচার করেছে সেই ইউএনও এবং ওসি নজরুল ইসলামকেও জড়িয়ে আদালতে একটি মামলা করেছে। এখন রাসেলের মা একদল সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ি গিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে গৃহবন্দি হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় আমার যেকোন পরিনতির জন্য রাসেল ও তার পরিবারসহ রাসেলদের ইন্ধনদাতারা দায়ী থাকবেন। তাই এমন পরিস্থিতি থেকে বাঁচতে সকল সাংবাদিক ও প্রশাসনের সংশি¬ষ্ট সকলের আশুহস্তক্ষেপ কামনা করছে সেলিনা ও তার পরিাবার
কাঠালিয়ায় কমিউনিটি ক্লিনিক এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় শনিবার সকাল ১০টায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাফর আলীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কাঠালিয়া থানার এস আই মোঃ বাদল ফকির ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মাঃ কাজল উপস্থিত ছিলেন।এ সময় শ্রী সুজন চন্দ্র দাস,মোঃ রুবেল আহম্মেদ ও সুজিত চন্দ্র হাওলাদার বক্তব্য রাখেন।
