মোঃ ফারুক হোসেন, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেছেন পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, তিস্তার ন্যায্য পানি পাওয়ার দাবিতে আমাদের লংমার্চ। যতদিন আমাদের অধিকারের পানি না পাবো, ততদিন আন্দোলন চলবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করে ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
সংগঠনের সভাপতি মেজর (অব) মো. হানিফের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান উপস্থিত ছিলেন।
