মেহের আমজাদ,মেহেরপুরঃ বেওয়ারিশ কুকুরের উপদ্রবে মেহেরপুর পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে । বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রনে নেই এখানে কুকুর বন্ধাকরণ কার্যক্রম। যার জন্য এদের সংখ্যা দ্রæত বেড়েই যাচ্ছে, হুমকিতে পড়ছে স্কুলগামী ছাত্রছাত্রীসহ পৌর নাগরিকবৃন্দ। অন্যদিকে প্রতি বছরই কুকুর নিধনের যে কার্যক্রম ছিল এবার তা কার্যকারিতার কোন অগ্রগতি না থাকাতে শহর ও মহল্লায় বেওয়ারিশ কুকুরের বিচরণ যেন অতিতের চাইতে কয়েকগুন বেড়েছে। যার প্রেক্ষিতে এরই মধ্যে সুশীল সমাজ থেকে কথা উঠতে শুরু করেছে যে, পৌর কর্তৃপক্ষকে অবশ্যই পৌর নাগরিকদের অবাধে চলাচল করার জন্য কুকুর থেকে অভয়সিটির ঘোষণা দিতে হবে। অন্যদিকে পরিবেশ সচেতন মানুষেরা মনে করেন বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রন কার্যক্রমে পরিবর্তন আনতে সনাতনি কুকুর নিধন পদ্ধতি বাতিল করে কুকুর বন্ধাকরণ কার্যক্রম চালু করা পাশাপাশি কুকুরের ভারসাম্য রক্ষার্থে নতুন কোন বুদ্ধি খোজা আবশ্যক। অপরদিকে পৌরসভার সাধারন নাগরিকদের অভিযোগ পৌরসভার সবর্ত্র বেড়েছে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ব এসব কুকুর পথচারীদের তাড়া করছে, কামড়ে দিচ্ছে এছাড়াও পাড়া মহল্লায় উচ্চ স্বরে চিৎকার চেচামেচি করে মানুষকে চরমভাবে আতংকগ্রস্থ করছে। আবার বয়স্ক কুকুরগুলো পরিবেশ বান্ধব নয় কেননা কুকুরগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সমাজে চরমভাবে রোগ ছড়াচ্ছে যেটা মারাত্মক এবং স্বাস্থ্যঝুকিতে মানুষে পড়ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে পৌরসভার কয়েকটি স্থানে বেওয়ারিশ কুকুরের সংঙ্গবদ্ধ দল তারা রাত ১০টার পর সাধারন পথচারীদের আক্রমন ও কামড়িয়ে দিচ্ছে। এছাড়াও শহরে একাধিক স্থানে পাগলা কুকুরের সন্ধান পাওয়া গেছে। যারা কারন ছাড়াই মানুষকে কামড়াচ্ছে।
মেহেরপুরে ২ দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন

মেহেরপুরে ২ দিন ব্যাপি উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) হেমায়েত হোসেন সদর উপজেলা হল রুমে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হীরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদ, মেহেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, শিক্ষার্থী সাদিয়া আফরোজ দিবা প্রমুখ। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর ১৫টি ষ্টল স্থান পায়।
দলীয় প্রত্যয়ন প্রদানে অস্বীকার!
মেহেরপুরে ছাত্রলীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন ও মেহেরপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেছেন, জামায়াত-বিএনপি নেতাকর্মীদের জামিনে দলীয় প্রত্যয়ন দেয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে তা সঠিক নয়। প্রত্যয়নে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে বারিকুল ইসলাম লিজন ও তৌহিদুল ইসলাম অভিন্ন ভাষায় বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও গত ৫ জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি যে নৈবাজ্য সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে মেহেরপুর জেলা ছাত্রলীগ ও শহর যুবলীগ অত্যান্ত সাহসী ভুমিকা পালন করেছে। জামায়াত বিএনপি’র বিরুদ্ধে তাদের সংগ্রাম চলমান। সততা, মননশীলতা ও পরিশ্রমের মাধ্যমে রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় তারা আত্মনিয়োগ করেছেন। একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত সংবাদে তাদের রাজনৈতিক সুনামের প্রতি দৃষ্টিকটু করা হয়েছে। ওই সংবাদের প্রতিবাদ জানান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘মেহেরপুরে দলীয় প্রত্যয়ন, জামিন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয় বারিকুল ইসলাম লিজন ও তৌহিদুল ইসলাম দলীয় প্রত্যয়ন দিয়েছেন যা আদালতের জামিন আদেশে উল্লেখ রয়েছে। লিজন যাকে প্রত্যয়ন দিয়েছেন তার দলীয় পরিচয় জানা না গেলেও তৌহিদুল যাকে প্রত্যয়ন দিয়েছেন তিনি জামায়াত সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান রুবেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেলসহ ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতৃবৃন্দ।

মেহেরপুর প্রথম বিভাগ হ্যান্ডবলে বুড়িপোতা সবুজ সংঘ জয়ী
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে বুড়িপোতা সবুজ সংঘ জয় লাভ করেছে।
গতকাল বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বুড়িপোতা সবুজ সংঘ ২-০ সেটে আমঝুপি পাবলিক ক্লাককে পরাজিত করে।
