কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এবার তরমুজ খেয়ে মা ও মেয়ে অসুস্থ হয়েছে। জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও মেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানাযায়, শীতলাইপাড়া গ্রামের তাহেরুল ইসলাম উপজেলার তারাগুনিয়া বাজার থেকে গত সোমবার একটি তরমুজ কিনেন। ঐ তরমুজ মঙ্গলবার বিকালে তাহেরুলের ¯ত্রী পাুনয়ারা খাতুন (৪২) ও তার অষ্টম শ্রেণী পড়–য়া কন্যা তৃপ্তি (১৩) খাবার পর দুজনের পেটে ব্যাথা, চোখে ঝাপসা দেখা, জ্বর ও বমি হতে থাকে। সন্ধ্যায় তাদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে রাত ১০ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দৌলতপুর হাসপাতালের আরএমও ডাঃ নাজিম উদ্দিন জানান, ফুড পয়জনিং বা রাসায়নিক মিশ্রিত তরমুজ খেয়ে এ অবস্থা হতে পারে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানাগেছে, অসুস্থ মা মেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
