অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় দিনে দুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এঘটনায় পুলিশ ১জনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার সাহেবেরহাট বাজারের ব্যবসায়ী প্রদীপ মন্ডল ও তার ভাগ্নে বৃহস্পতিবার সকাল ১০টায় গৌরনদী মহাজনের দোকানে পাওনা পরিশোধের (হালখাতার) জন্য রওনা হলে পথিমধ্যে পূর্ব সেরাল সেপাই বাড়ির পাশের রাস্তায় বাদশা হাওলাদার, জাহিদ ভুঁইয়া, রিফাত কাজী তার পথরোধ করে। এসময় তারা প্রদীপকে মারধর করে তার সাথে থাকা ৬৭হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে বাদশা ও জাহিদ পালিয়ে গেলেও প্রদীপ ও তার ভাগ্নে এইচএসসি পরীক্ষার্থী রিফাতকে ঝাপটে ধরে ডাকচিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে। এসময় লোকজন রিফাতকে মারধর করে। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে রিফাতকে আটক করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
