সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ফরহাদ হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, এপ্রিল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল হাই ও এএসআই নাদিম মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ কুচিন্দা ঈদগাহ মাঠের পার্শ্বে পাকা রাস্তা থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ ফরহাদ হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ফরহাদ উপজেলার গোয়ালা সারকডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।
