স্টাফ রিপোর্টার : আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে শেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার বিকেলে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ অমূল্য কুমার পাল, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া, সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ ন ম ইলিয়াস ও বুলবুল আহমেদ, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জিনিয়া জাহান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুদ্দিন মুন্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাজাহান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেল সুপার মুজিবুর রহমান, জেলা রোভার স্কাউট কমিশনার মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এপিপি এডভোকেট নরেশ চন্দ্র দে, এডভোকেট মঞ্জুরুল ইসলাম ও এডভোকেট শাহীদ উলাহ শাহী প্রমুখ।

উলেখ্য, ওই সভায় ২৮ এপ্রিল সোমবার লিগ্যাল এইড দিবস উপলক্ষ্যে শেরপুরে সকাল সাড়ে ৯টায় লিগ্যাল এইডের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি এবং বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
