আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সড়ক দূঘটনায় নিহত ৩ সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান হিসাবে প্রত্যককে নগদ ৩০ হাজার টাকা করে বিতরন করা হয়। গতকাল বুধবার দুপুরে সমিতির সান্তাহারস্থ কার্যালয়ে সভাপতি নুর ইসলাম এই অর্থ বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মতিউর রহমান টিটু, আলমগীর হোসেন, অশোক চৌধুরী আশু, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আসাদুজ্জামান বাদশা সহ সড়ক দূঘটনায় নিহত তোফাজ্জল হোসেন, ফজলুর রহমান ও মিঠু জোয়ারদারের পরিবারের সদস্যরা। সমিতির নিজস্ব তহবিল থেকে নিহত ওই ৩ পরিবারের মধ্যে ৯০ হাজার টাকা বিতরন করা হয়েছে।
