কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে অসমাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় ভূষণ রায়ের নেতৃতে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের একটি কলোনি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বরিশাল জেলার মেঘনা আক্তার (৩০), কুমিল্লা জেলার চকবাজার গ্রামের সেলিনা বেগম (২৫), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সালমা বেগম (২২) ও কুলাউড়া পৌরশহরের পরীনগর গ্রামের ইমরান মিয়া (৩২)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে অভিযান চালিয়ে একটি কলোনীতে তাদের আটক করে পুলিশ।পরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে মাধ্যমে প্রেরন করা হয়েছে
