ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক কালের সর্বোচ্চ বিদ্যাপিঠ জগদ্দল বিহার ও ঐতিহ্যবাহী মাহী সন্তোষ মাজার শরীফ পরিদর্শন করেন মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ২১ এপ্রিল বেলা ১১ টায় জগদ্দল বিহার প্রাঙ্গনে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম,পি উপরোক্ত কথা বলেন। পরে তিনি মাহী সন্তোষ মাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এম,পি, আত্রাই-রানীনগর এলাকার এমপি ইস্রাফিল আলম, নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান, হুইপের একান্ত সচিব আমিনুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, ইউএনও হেমায়েত উদ্দিন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ধামইরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি এটিএম বদিউল আলম, সম্পাদক কামরুজ্জামান, আ’লীগ নেতা এ্যাডঃ আইয়ুব হোসেন, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
