ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে আবারো ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসতঘরসহ প্রায় ৮লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়। রোববার সকালে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ি (পাটনিপাড়া) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের কানু দাসের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সুমন দাস ও সলিল দাসের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ৪টি বসতঘরসহ মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। ছাতক ফায়ার সার্ভিসের টিম লিডার সামছুজ্জামান পীর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে। খবর পেয়ে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্থ পরিবারদের পৌর তহবিল থেকে ৪০হাজার ও ব্যক্তিগত তহবিল থেকে আরো ২০হাজার টাকা প্রদান করেন। দুপুরে পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী যৌথভাবে ৮হাজার ও স্থানীয় ব্যবসায়ী স্বপন পাল ১২হাজার টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। শুক্রবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামে প্রবাসী আশক আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরসহ ৩০লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়।
ছাতকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

ছাতক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালারুকা ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। আ.লীগ নেতা হাজী সিরাজ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, নোয়ারাই ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা নুরুল ইসলাম মেম্বার, আব্দুন নুর, জহর লাল দাস, ওয়ারিছ আলী প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ফজলু মিয়া। সভা শেষে যুবলীগ নেতা ফজলু মিয়ার বাসভবনে এলাকার উন্নয়ন নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান।
ছাতকে হোটেল শ্রমিক ইউনিয়নের ইউএনও বরাবরে স্বারকলিপি প্রদান

ছাতকে মে দিবসে ছুটিসহ ১দিনের বেতন প্রদানের দাবীতে হোটেল শ্রমিক ইউনিয়ন ছাতক শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না বরাবরে হোটেল শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আনছার আলী স্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করা হয়। ২০০৯সালের ২৪নভেম্বর হোটেল সেক্টরে নৈন্যতম মজুরী ঘোষনা করে সরকারি গেজেট প্রকাশ করা হয়। গেজেটে ৩শ’ টাকা চিকিৎসা ভাতা, ১শ’ টাকা যাতায়াত ভাতা ও উপজেলা শহরে বেতনের ৩৫ভাগ বাসা ভাড়া নির্ধারণ করা হলেও তা আজো বাস্তবায়ন হয়নি। সরকারি গেজেট মোতাবেক সকল সুবিধা বাস্তবায়নের দাবী জানানো হয় স্বারকলিপিতে।
