কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর কালুয়াতে তরমুজ খেয়ে স্মৃতি (৯) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে এবং একই পরিবাবের ৮ জনসহ কমপক্ষে ৩৪ জন অসুস্থ্য হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল রবিবার দুপুর সাড়ে ১২ টায়। নিহত স্মৃতি কালুয়া গ্রামের আসকর আলীর কন্যা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে কালুয়া গ্রামের আসকর আলী ঢাকা থেকে ফেরার পথে স্থানীয় কুমারখালী বাসষ্ট্যান্ড থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যায়। এরপর ওই তরমুজ তার পরিবার ও প্রতিবেশীরা এক সাথে খায়। এর কিছুক্ষণ পরই তারা সবাই অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসার এক পর্যায়ে আসকর আলীর কণ্যা স্মৃতি মারা যায়। অসুস্থ্যদের মধ্যে আসকর আলীর ছেলে অনিক (১১) এর অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এছাড়াও অসুস্থ্যদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশাংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ফারুক (৯), মারুফ (১১), মিম (৯), জীম (৬), নিহারু (৭০), ইসলাম আলী শেখ (৬০), রেখা (২২), ঝন্টুসহ (৩০) ৩৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সালেক মাসুদ এ ব্যাপার জানান, ধারণা করা হচ্ছে তরমুজে কোন কেমিকেল দেওয়ার ফলে তার বিষক্রিয়ার ওই শিশুর মৃত্যুা হতে পারে। অথবা অন্য কোন খাদ্য গ্রহণের ফলে এমনটি ঘটেছে কিনা তা পরবর্তীতে জানা যাবে।

দৌলতপুরের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীরা জানান, ভাদালিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা খলিল ও সিদ্দিক গ্র“পের লোকজনদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে আজ রবিবার বেলা ১১টায় দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে খলিল মন্ডল ও তার লোকজন অতর্কিত সিদ্দিক হোসেন গ্র“পের লোকজনদের উপর হামরা চালায়। এতে সিদ্দিকসহ তার গ্র“পের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে সিদ্দিক (৪৫), বিশারত (৪০), আইনাল হোসেন (২০), আমাদুল হোসেন (২৫), মনিরুল (২২) জয়নুদ্দিন (২৮), শাহীন (২২) ও পারুল (২৫) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
