হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় জনতা চোরকে হাতে নাতে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জনাযায়, ১৯ এপ্রিল শনিবার রাতে উপজেলার মাধাখলা গ্রামের রাইসুল হাসান (স্পিকার ১০০ সিসি) একটি নতুন মোটর সাইকল জরুরি বিভাগে সামনে রেখে রোগী দেখাতে গেলে পাকুন্দিয়া উপজেলার জালুয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিন (৩০) তালা ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে পুরাতন বাসষ্টেন্ড সংলগ্ন পুকুরে পড়ে যায়।সেখান থেকে আটক করে ব্যাপক গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।রাতেই তাকে ইতঃপূর্বে চুরি যাওয়া মোটর সাইকেল গুলোর তথ্যানুসন্ধানে ডিবিতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক মাটর সাইকেল চুরি করে নিয়ে গেছে কিন্তু এ চক্রের মুলহোতা গ্রেফতার না হওয়ায় মোটর সাইকেল চুরি দিন দিন বেড়েই চলছে।ফলে মোটর সাইকেল চালকরা সব সময় উদ্বেগ-উৎকন্ঠা নিয়ে চলাচল করতে হচ্ছে।
