ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১১) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়েছে হযরত আলী(৩৫) নামের এক লম্পট মুদি দোকানদার। ঘটনাটি ঘটে শনিবার সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে স্কুলছাত্রী কেনা-কাটা করতে বাড়ির পাশে হযরত সরদারের মুদি দোকানে যায়। তখন দোকানে অন্য কেউ না থাকায় হযরত তাকে ফুঁসলিয়ে ভিতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালাতে থাকে। এক পর্যায় শিশুটির চিৎকার শুনে পাশের দোকানদার ইসলাম বাওয়ালী(৪৫) ছুটে গেলে লম্পট হযরত পালিয়ে যায় ও শিশুটি পরণের জামা ও পায়জামা ছেড়া অবস্থায় জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
এ প্রসঙ্গে শিশুটির মা বলেন, ‘ঘরে দুই স্ত্রী থাকতেও ওই নরপিশাচ আমার নাবালিকা মেয়েকে যেভাবে অত্যাচার করেছে তাতে আমার মেয়ে মারাও যেতে পারতো। তাই আমি ওই লম্পটের সঙ্গে কোনো আপসে নেই, ওর শাস্তি চাই।’ এলাকার ইউপি সদস্য আবদুল হালিম সরদার বলেন, ঘটনা শুনেই আমি ওদের বাড়িতে যেয়ে দেখি, মেয়েটির জামা-কাপড় ছেড়া অবস্থায় কান্নাকাটি করছে। আর মেয়েটিকে ধর্ষণের জোর চেষ্টা করেছে।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান বলেন, শিশুটির প্রাথমিক অবস্থা দেখে ও ঘটনা শুনে লম্পট হযরতের নামে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে।
