ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ২ শতাধিক শিক্ষক কর্মচারী এমপিও বঞ্চিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ
হোসেনপুরে ২ শতাধিক শিক্ষক কর্মচারী এমপিও বঞ্চিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মচারীর দীর্ঘদিন ধরে এমপিও (মানথলি পেমেন্ট অর্ডার) না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার চেয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়,হোসেনপুর উপজেলায় দুটি স্বতন্ত্র কলেজ,দুটি স্কুল এন্ড কলেজ,একটি বিএম কলেজ,১৯ টি মাধ্যামিক-নিন্ম মাধ্যমিক স্কুল ও ১৪টি মাদ্রাসাসহ ৩৮টি শিক্ষা প্রতিষ্টান রয়েছে। এসব প্রতিষ্টানে বৈধ নিয়োগ পেয়ে চাকুরি করার পরও দীর্ঘদিন ধরে কতৃপক্ষের সিদ্ধান্তহীনতায় প্রায় ২ শতাধিক শিক্ষক কর্মচারী এমপিও বঞ্চিত রয়েছেন।অনেকেই এমপিও নামক সোনার হরিণের পেছনে বহু চেষ্টা তদবির করে মোটা অংকের অর্থ ব্যয় করেছেন কিন্তু এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কেউ কেউ জীবিকা নির্বাহের তাগিদে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় যোগদিতে বাধ্য হচ্ছেন।যারা কর্মরত আছেন তারাও আশায় আছেন যে, আগামী জুন মাসের আগে সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্টান কিংবা সৃষ্টপদে এমপিও ভুক্তির বিষয়ে কোন ইতিবাচক সিদ্ধান্ত আসবে।
ভুক্তভোগী অনেক শিক্ষকেরা জানান,তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে যথাযথ প্রক্রিয়ায় অনুমোদন নিয়ে ও বৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষকতায় যোগদান করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে আসছেন।অনেক শিক্ষা প্রতিষ্টান পাবলিক পরিক্ষায় বারবার ভালো ফলাফল করছে।অথচ দীর্ঘদিনেও এসব প্রতিষ্টানের শিক্ষক কর্মচারীরা অজ্ঞাত কারনে এমপিও ভুক্ত হচ্ছেন না।ফলে কর্মরত শিক্ষক কর্মচারীরা একদিকে যেমন হতাশ,অন্যদিকে শ্রেণী কক্ষে পাঠদানে মনোযোগ হারিয়ে ফেলছেন।
এ ব্যাপারে উপজেলার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্টান এসআরডি স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা প্রফেসর মোঃ হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তার কলেজের শিক্ষকেরা বেতন ভাতা না পেয়ে হতাশায় পাঠদানে মনোযোগ হারাতে বসেছেন। এসব শিক্ষকের মনোবল অটুট রাখতে এমপিও ভুক্তি জরুরি। অন্যথায় গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!