মোঃ ফারুক হোসেন, ঢাকাঃ স্বাস্থ্য পরীক্ষার পর বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে দুপুর ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে নেওয়া হয়েছে। সেখানে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. যাবিদ হোসেনের কাছে অপহরণের ঘটনা সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এর আগে সকাল সোয়া ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। এ সময় সেখানে আবু বকরের স্ত্রী ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, আবু বকরের মেডিকেল চেকআপ করার পর নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হবে। সেখানে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে তার বক্তব্যের উপর দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া হবে। তিনি সাংবাদিকদের আরো জানান, ১৬৪ ধারার জবানবন্দির পর আবু বকরকে অপহরণের ঘটনাস্থল ফতুল্লার ভুইগড় ও পরে ফতুল্লার দাপা এলাকায় তার কর্মস্থল কারখানায় নিয়ে যাওয়া হবে।
